সোমবার ১৭ মার্চ ১৬ রমজান উপলক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মাদরাসার অতিথিবৃন্দ ও পর্দার আড়ালে থাকা ছাত্রীদের নিয়ে মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফাহাদুল ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা করেন চ্যানেল a1 এর সহ সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ বুলেটিন এর সোনারগাঁ প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, সমকালীন কাগজ এর স্টাফ রিপোর্টার ইব্রাহিম হোসেন প্রমুখ।
মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফাহাদুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও মাদরাসার ছাত্রীদের ও তাদের অভিভাবকদের ইফতার করানো ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার ও দোয়া মাহফিল নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়।