নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP) এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে সোনারগাঁ উপজেলার ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কিত করা হয়।
এ সময় এসএসসি ও সমমান শিক্ষার্থীকে দশ হাজার ও এইচএসসি ও সমমান শিক্ষার্থীকে পচিশ হাজার টাকা করে তাদের ব্যাংক একাউন্টে এ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার দুপুরে তা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র পালের সঞ্চালনায় মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ( ভুমি) কাঁচপুর উ সেগুফতা মেহনাজ ও সহকারি কমিশনার (ভুমি) মঞ্জুরুল মোর্শেদ, প্রতিষ্ঠানের সভাপতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন, কলতাপাড়া ফাজিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া। প্রতিষ্ঠান প্রধানদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মহিউদ্দিন অধ্যক্ষ বারদী নেছারিয়া আলিম মাদ্রাসা। শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন লুতফুর রহমান। কৃতি শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্ট বিভাগের শিক্ষার্থী রিদয় ও ব্যাবস্থাপনা বিভাগের তানিয়া।
প্রধান অতিথি ফারজানা রহমান বলেন, তোমরা যারা মেধা বৃত্তি বা কৃতিত্বপূর্ন সাফল্যের জন্য নগদ অর্থ ক্রেষ্ট ও সার্টিফিকেট পাচ্ছো তোমাদের কিন্তু এ সাফল্য ই শেষ নয়। সামনে আরো অনেক লম্বা পথ রয়েছে তাও কিন্তু সফলতার সাথে পার করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবেনা তা সফলতার সাথে শেষ করতে হবে। স্বাধীনতা লাভ করা যেমন অনেক সহজ কিন্তু রক্ষা করা অনেক কঠিন। তাই তোমাদেরও সফলতার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে সফলতা অর্জন করতে হবে।
সভাপতির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, আজকে তোমরা যারা পুরস্কার গ্রহন করলা তোমাদের এ সাফল্য ধরে রাখতে হবে। ভবিষ্যতে আরো ভালে ফলাফল অর্জন করতে হবে।
কলতাপাড়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত সমাজ গঠনের জন্য যে আন্দোলন হয়েছে তার সুফল তোমাদের মাধ্যমে ঘরে তুলতে হবে।
এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানগণ, মেধাবী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি গণ উপস্থিত ছিলেন।