নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দায়িত্বশীলতার ৫ম বর্ষে পর্দাপন এ স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবাষির্কীর আনুষ্ঠানিকতা পালন করা হয়।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান-উল-ইসলাম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নেকবর হোসেন নাহিদ, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ) এর উপজেলা সমন্বয়ক বেলায়েত হোসেন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, কেন্দ্রীয় ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মোহাম্মদ হোসাইন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারয়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা মহিলালীগের সভাপতি এডভোকেট নূরজাহান বেগম, উদিচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, দেশ রূপান্তরের বারদী সংবাদদাতা জহিরুল ইসলাম মৃধা, সোনারগাঁ প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, আলহেরা ইসলামিক সংগঠনের সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য কাজী সেলিম রেজা, প্রেস ক্লাবের সদস্য মাজহারুল ইসলাম, সাংবাদিক শাহজালাল, কামরুল ইসলাম পাপ্পু, আনিসুর রহমান সজিব, সুমন মিয়া, মো. সালাউদ্দিন, সমাজকর্মী ওয়াসকুরনী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক দেশ রুপান্তর স্বল্প সময়ের মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকায় পরিনত হয়েছে। এ পত্রিকার নিউজ, প্রিন্টিং কোয়ালিটি এবং মেকাপ বেশ ভালো। পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদন ইতিমধ্যে বেশ সারা ফেলেছে।
বক্তারা দেশে রূপান্তরের উত্তরোত্তর সফালতা কামনা করেন।
পরে উপস্থিত অতিথিরা কেক কেটে দেশ রূপান্তরের পঞ্চম বর্ষে পর্দাপণ উদযাপন করেন।