সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে নতুন ২ জনের দেহে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সোনারগাঁয়ে ১১ জনের নমুনা পরিক্ষা করে ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আজ ২০ ডিসেম্বর সোমবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছে।

ডা: পলাশ কুমার সাহা জানান, আজ সোমবার পাওয়া তথ্যানুযায়ী ১১ জনের নমুনায় জামপুর তালতলা ১জন পুরুষ ও বারদী ইউনিয়নে ১জন শিশুর দেহে করোনা সনাক্ত হয়েছে।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৬৩ জন, সুস্থ হয়েছেন ২৫৮৯জন সুস্থ হয়েছেন ৬৮ জন।

নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য নিচে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ১১ জনের ফলাফল অনুযায়ী ২ জন COVID-19 পজিটিভ ও ৯ জন নেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তালতলা পুলিশ ফাঁড়ি, জামপুর।
১ জন ছেলে শিশু – চেঙ্গাকান্দি, বারদী।

➖ নেগেটিভের তালিকা : –

১. শম্ভু চন্দ্র, ৫৫ বছর
সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।
২. আবুল হোসেন, ৫২ বছর
আটিগ্রাম, সিদ্ধিরগঞ্জ।
৩. এসটেমা, ১৯ বছর
আষাঢ়িয়ার চর, পিরোজপুর।
৪. আবুল কালাম, ৩৫ বছর
মুসার চর, জামপুর।
৫. জামিনুর, ৪০ বছর
দলদার, মোগরাপাড়া।
৬. সাদেক, ৬০ বছর
পাঁচ আনী, পিরোজপুর।
৭. মাহিন, ৭ বছর
টান বলাকী, গজারিয়া, মুন্সীগঞ্জ।
৮. মোঃ কামরুল ইসলাম, ৫৬ বছর
পাইকপাড়া, বারদী।
৯. আমির হোসেন, ৫০ বছর
পরমেশ্বরদী, নোয়াগাঁও।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ২৬৬৩ জন (মৃত্যু-৬৮ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ২৫৮৯ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

Related Articles

Back to top button