বাইতুল্লাহ শরীফ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার মাসুম
নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ, উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরব আজ বুধবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র মক্কা নগরীর বাইতুল্লাহ শরীফ থেকে হজের সব আনুষ্ঠানিকতা শেষে হজব্রত আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁবাসীসহ গোটা মুসলিম উম্মাহকে।
সোনারগাঁয়ের কৃতি সন্তান ইঞ্জিয়ার মাসুদুর রহমান মাসুম- তরুন প্রতিশ্রুতিশীল এই নেতা পবিত্র হজ্জ পালনের লক্ষে গত ৪ জুন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে বাংলাদেশ ঘেকে রওনা করেন।
মুসলিম উম্মাহর ত্যাগ ও মহিমার অনন্য নিদর্শন পবিত্র ঈদুল আজহা। এই খুশি যেন আমাদের আনন্দের অসীম ধারা।তাই দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আমি আশা প্রকাশ করছি।