নৌকার প্রতিকের মনোনয়নপত্র জমা দিলেন চেয়ারম্যান মাসুম
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আগামী ১১ নভেম্বর বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের মনোনয়নপত্র জমা দিয়েছেন ও বর্তমান চেয়ারম্যান মাসুম আহম্মেদ।
রবিবার সকালে উপজেলা নির্বাচন অফিসার আ: কাদিরের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় মাসুম আহম্মেদের পক্ষে সমর্থনকারী ও প্রস্তাবকারীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে বর্তমান চেয়ারম্যান মাসুম আহম্মেদ জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে ধামগড়বাসীর দায়িত্ব তুলে দিয়েছেন। তিনি মনে করেছেন আমি ধামগড়বাসীর যোগ্য সেজন্যই তিনি আমাকে নৌকা দিয়ে গুরু দায়িত্ব ন্যস্ত করছেন। আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে ধামগড়বাসীর সেবা করতে চাই। তিনি আরো বলেন, নারায়ণগঞেরর সিংহ পুরুষ খ্যাত একেএম শামীম ওসমান ও আমার এমপি সেলিম ওসমান আমাকে ভালবেসে নৌকার মাঝি বানানোর জন্য অনেক পরিশ্রম করেছেন সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি তাদের কাছে ঋণী। মাসুম বলেন, বর্তমানে কিছু নামধারী আওয়ামীলীগ আছেন যারা নৌকা প্রতিকের জন্য লড়াই করেছেন এখন নৌকা প্রতিক না পেয়ে নৌকার বিরুদ্ধে কাজ করছেন। আমি তাদের সাবধান করে বলে দিতে চাই, নৌকা ও আওয়ামীলীগের বিরুদ্ধাচারন করবেন না। যদি শেখ হাসিনাকে ভালবাসেন তাদের শেখ হাসিনার সমর্থনকে মুল্য দেন। দলের বাহিরে গিয়ে বিশৃঙ্খলা করে দলেন ক্ষতি করবেন আমরা ধামগড়বাসী তা হতে দিবো না। যে কোন কিছুর বিনিময়ে আওয়ামীলীগের নৌকার বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ।