চলছে শীতের মৌসুম, এ সময়ে করোনার প্রকোপ কমতির দিকে থাকলেও রেশ কেটে উঠেনি। ইতিমধ্যে অধিকাংশ মানুষ করোনার টিকার আওতায় চলে আসছে। করোনা থেকে নিষ্পত্তি পেতে মানুষ অপেক্ষমান। নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ২জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট ২৬ হাজার ৫শ’ ৬৬জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’২৭জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে শনিবার (১১ ডিসেম্বর) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
১০ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ২শ’ ২৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার ৫শ’ ৭৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ০জন, বন্দরে ০জন, এনসিসি এলাকায় ০জন, রূপগঞ্জে ০জন, সদর উপজেলায় ০জন, সোনারগাঁও এলাকায় ২জন আক্রান্ত হয়েছে।