সংবাদ মাধ্যম

সোনারগাঁয়ে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা :


দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম ভারপ্রাপ্ত সম্পাদক ডঃ মাহমুদুর রহমানের নিঃশ্বর্ত মুক্তির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল প্রধান অতিথির বক্তব্যে বলেন,ফ্যাসিষ্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় আমার দেশ পত্রিকার নির্ভিক সম্পাদক মাহমুদুর রহমান জেলে আটক থাকার মানে হলো এ দেশ গণতন্ত্রের জন্য চরম হুমকির সম্মুক্ষিন। দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার জন্য আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে অভিলম্বে নিঃশ্বর্ত মুক্তি দিয়ে সকল সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে বুধবার (২ অক্টোবর) সকালে সোনারগাঁ সাংবাদিক সমাজ ও সোনারগাঁও প্রেস ক্লাব এর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সোনারগাঁও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মাসুদ শায়ানের সভাপতিত্বে ও দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান মেম্বার।

এ সময় বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলমগীর হোসেন, সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মুক্তার হোসেন মোল্লা, থানা যুব দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর-এ-ইয়াসিন নোবেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি এ ডি এম বাকের জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, মাহমুদুর রহমান মুক্তি পরিষদের আহবায়ক মাসুম মোল্লা।

এসময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, বিএনপি নেতা হাজী বাসেদ আহাম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, সমাজ কর্মী জহিরুল ইসলাম রাসেল, শাহিন, বাবু, সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button