নির্বাচনের খবর
নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমানের কঠোরতায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছ; চলছে ভোট গননা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম:
সীমানা জটিলতায় পিছিয়ে পরা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একমাত্র ইউনিয়ন মোগড়াপাড়ায় শান্তিপূর্ন ভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ শেষ হয়েছ। চলছে ভোট গননা।
মোগরাপাড়া ইউনিয়নে মোট ১২টি কেন্দ্রে ৭০টি বুথে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪২৩৪জন। এবারই এথম সোনারগাঁয়ে ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে উৎসব মুখর পরিবেশে নারী পুরুষ ভোটে অংশ গ্রহন করেন।
তবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নানা অভিযোগে অনেক উৎকন্ঠা ও আতংকের মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছিল।
এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান।
সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান কথা মতো কেন্দ্রে ভোট প্রদানের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চত করেছেন।