খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে প্রতাপেরচর এলাকায় শতশত বিএনপি নেতা ও সমর্থকদের উপস্থিতিতে এ মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম আশরাফ প্রধানের সভাপতিত্বে তার নিজ বাড়িতে মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, বিএনপি নেতা নজরুল ইসলাম স্বপন, নওগাঁ ইউনিয়নের বিএনপি সভাপতি মজিবুর রহমান, পৌর বিএনপি নেতা নয়ন মিয়া, সনমান্দি ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি রমজান সরকার, পিরোজপুর ইউনিয়নের বিএনপি নেতা খবর উদ্দিন, বরকত মোল্লা, সাবেক ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাউছার, বিএনপি নেতা কাঁচপুর বদরুল আলম মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা রবিন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন ও পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন প্রধান প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।