নৌকার হেট্টিক বিজয় প্রত্যাশী বাবু চেয়ারম্যান কিনলেন দলীয় মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো নৌকা প্রতীকের হেট্টিক বিজয়ের লক্ষে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমানের জনপ্রিয় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
গতকাল (৮ মে) রোববার আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ইউপি সদস্য শিপন সরকার, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, সোনারগাঁ সরকারী কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম বাবু, রফিকুল হায়দার বাবু, নজরুল ইসলাম, নুরে আলম সিদ্দিক ও ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান মেরাজ বলেন, একজন জনপ্রতিনিধির আচার-আচরণ, জনসম্মুখে গ্রহণ যোগ্যতা ও ভাবমূর্তি নির্বাচনী ঘোষণাপত্র অনুযায়ী যেমন হতে হয়, ঠিক ‘যেন’ তেমনই তিনি। এজন্য স্থানীয়রাও এবার তাকে ভোটের মাঠের সেরা প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে তার হেট্টিক বিজয়ের অপেক্ষা করছেন।
উল্লেখ্য, ৮ ম ধাপে আগামী ১৫ জুন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইবিএমের মাধ্যমে ভোট হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে , যাছাই বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।