নির্বাচনের খবর

৬০ ভাগ ভোটার উপস্থিতি না হলে, নির্বাচন বাতিলের দাবী

নিজস্ব প্রতিবেদক


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের রুহুল আমিন নামের একজন সাধারণ ভোটার এ দাবী করেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখাযায় ভিডিও করা তার এই ব্যতিক্রমী দাবি।

তিনি ঐ ভিডিও বার্তায় বলেন, গেল জাতীয় জাতীয় নির্বাচনসহ এ জাবৎ সব কটা উপ নির্বাচনকেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। কোনো কোনো ভোটকক্ষে প্রথম দুই ঘণ্টায় একটি ভোটও পড়েনি৷

এ অবস্থায় শতকরা ৬০ ভাগ ভোটার উপস্থিতি না হলে ঐ নির্বাচনকেন্দ্রের ভোট বাতিলের দাবি তুলেছেন। https://mobile.facebook.com/watch/?mibextid=YKO88NcqgTFIurGp&v=5840780139381977&paipv=0&eav=AfYpdCVkaZQMsyT80kJdKqVZXb90pHoRF0Ve1AFb0Y2Xvz_6PorKmRaSLprN6PLSr-g&_rdr

Related Articles

Back to top button