নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালি ও সমাবেশ; ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন দাবি
হাসনাত হোসাইন শাওন, (কাঁচপুর প্রতিনিধি) সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে র্যালি ও সসমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ সময় শ্রমিকের কল্যাণ নিশ্চিত করতে বক্তারা ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের দাবি করেন।
০১ মে শনিবার সকালে সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই র্যালি ও সসমাবেশ করেন।
র্যালি ও সসমাবেশে প্রধান অতিথি হিসেবে উউপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরি পর্ষদ সদস্য ও রিক্সা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব ড. আসগার ইবন হযরত আলী।
র্যালিতে নেতৃত্ব দেন বিশিষ্ট শ্রমিক নেতা নারায়ণগঞ্জ সদর থানা দর্জি শ্রমিক ইউনিয়ন সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার। এছাড়াও আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচী সফল করতে, র্যালি ও সসমাবেশে অংশ নেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সহসাধারণ সম্পাদক সাহাবুদ্ধিন সরদার, আব্দুল মান্নান, জেলা নির্বাহী সদস্য হুমায়ুন কবির ও আব্দুর রহমান সহ বিভিন্ন কল-কারখানার কয়েক’শ শ্রমিক-কর্মচারীরা।