সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে অবৈধ দখল থেকে সরকারি খাল ও হালট উদ্ধারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি শিল্প কারখানার অবৈধ দখলে থাকা সরকারি খাল ও হালট উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল উপজেলা কম্প্লেক্সের সামনে মানববন্ধন করেন পিরোজপুর ইউনিয়নের ঝাউচর, কান্দারগাঁও গ্রামবাসী। তাদের দাবি, উপজেলার চর লাউয়াদি মৌজার আর.এস ০১ নং খাস খতিয়ানের আর.এস ১২৬০ নং দাগে খাল ০.৯৭০০ একর ভূমি এবং চর রমজান সোনাউল্যা মৌজায় আর.এস ০১ নং খাস খতিয়ানের আরএস ২১৭ নং দাগে হালট ০.৭৭০০ একর ভূমি মেঘনা গ্রুপ অবৈধ ভাবে বালু ভরাট করে। এতে জনগনের চলাচল বন্ধ হয়ে যায়। অবৈধ ভাবে সরকারী খাল ও হালট দখল করায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ও গণমানুষের নদী ঘাঁটের রাস্তাও বন্ধ হয়ে গেছে।

এবিষয়ে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি জমা দিয়েছেন। এর আগে উল্লেখিত বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দিলে ভূমি অফিস রেকর্ড পত্র যাচাই করে ও সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতারও প্রমান পায়।

পরে তাদেরকে বালু ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হলেও সরকারি নির্দেশের তোয়াক্কা করছেনা মেঘনা গ্রুপ।
উপরন্তু পাকা দেওয়াল নির্মাণ করে সরকারী ভূমি দখল করে যাচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এনায়েত উল্লাহ মোল্লা, আমজাদ মুন্সী, মফিজুল ইসলাম, হাজী জজ মিয়া মুন্সী, মহিনউদ্দীন, আজিজুল প্রমুখ।

Related Articles

Back to top button