সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত ১

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্বশত্রুতার জেরে মমিন নামে আ.লীগের এক কর্মির ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার (০১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় তাইজুদ্দিনের ছেলে মনির, জাকির, ইয়ার হোসেন, মাইনুদ্দিনের ছেলে জনি, মোশারফের ছেলে নাঈম ও রাজুর ছেলে শাকিলসহ ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল রাতে মনির দোকান থেকে আসার সময় তারা অর্তকিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এছাড়া এসময় তার সাথে দোকানের সাড়ে তিন লাখ ছিনতাই করে নিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মনিরকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে তার বড় ভাই মনির বলেন, আমার ভাই প্রতিদিনের ন্যায় দোকান থেকে মোটরসাইকেল দিয়ে আসার সময় বরগাঁও স্কুল সংলগ্ন স্থানে তাকে একা পেয়ে মেম্বার মাইনুদ্দিনের হুকুমে স্থানীয় সন্ত্রাসীরা ১৪/১৫ জন তার ওপর অতর্কিত হামলা করে। এসময় তার সাথে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়। তিনি আরও বলেন, তার নতুন গাড়িটিও ভাঙচুর করে তারা। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাকে কিভাবে মারধর করেছে তা না দেখলে কেউ বিশ^াস করতে পারবে না। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে স্থানীয়রা বলেন, আমরা এর দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি চাই।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সুমন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button