আগামী ৭ জানুয়ারি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন সোনারগাঁয়ে এবার দলীয় এবং স্বতন্ত্র সহ ৭ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক।
এবার নারায়ণগঞ্জ-৩ (সোনারগঁ) আসনের প্রার্থীরা কে কি প্রতীকে নির্বাচন করবেন; তারা হলেন,
১. কায়সার হাসনাত (আওয়ামীলীগ) পেয়েছেন ‘নৌকা’ প্রতীক।
২. লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি) পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক।
৩. মো. মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন) পেয়েছেন ‘ফুলের মালা’ প্রতীক।
৪. মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) পেয়েছেন ‘একতারা’ প্রতীক।
৫. এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম) পেয়েছেন ‘নোঙ্গর’ প্রতীক।
৬. নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ) পেয়েছেন ‘কুলা’ প্রতীক।
৭. মো. আরিফ (মুক্তিজোট) পেয়েছেন ‘ছড়ি’ প্রতীক।
প্রসঙ্গত, প্রতীক বরাদ্দ শেষেই নির্বাচনী প্রচারনায় নামবেন প্রার্থীরা। যা চলবে আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত। সর্বশেষে ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।