কাচঁপুরে শীতলক্ষ্যা নদীর তীরে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার কাচঁপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভেকু (এক্সাভেটর) দিয়ে নদীর দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। অবৈধ ভাবে গড়ে উঠা জুট মিলের গোডাউন, লবণের গোডাউন ও কাচাঁপাকা ঘরসহ বিভিন্ন কাচাপাকা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক ইসমাইল হোসেন, সহকারী উপ-পরিচালক নাহিদ হোসেনসহ বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও উচ্ছেদ কর্মীরা।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীর দুই পাশে দখল করে গড়ে উঠা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলবে।