নির্বাচনের খবর

উপজেলা পরিষদ নির্বাচন: সোনারগাঁয়ে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী ৭ জন

নিজস্ব প্রতিবেদক :


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আ’লীগের ৭জন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এবার দলীয় প্রতিক না থাকায় প্রার্থীরা তাদের নিজস্ব কর্মী সমর্থকদের নিয়ে আগে ভাগেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন। তবে, বিএনপি বা অন্যকোনো দলের প্রার্থীদের আগ্রহ এখন পর্যন্ত দেখা যায়নি।

সেনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যারা ঘোষণা দিয়েছেন তারা হলেন- বর্তমান চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মাহফুজুর রহমান কালাম, এসএম জাহাঙ্গীর, বর্তমান ভাইস চেয়ারম্যান বাবু ওমার, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার ও সাবেক কেন্দ্রীয় যুবলীগ সদস্য রোবায়েত হোসেন শান্ত।

তবে সাতজন প্রার্থীর মধ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মাহফুজুর রহমান কালামের নাম এরই মাঝে সামনে এসেছে ব্যাপক ভাবে। যাদের কর্মী-সমর্থকরা নিজ নিজ পছন্দের নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে দাবি উত্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও আলোচনা শুরু করেছেন আটঘাট বেধেই।

তবে চেয়ারম্যান প্রার্থী নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা রয়েছে ভাইস চেয়ারম্যান পদ নিয়ে তেমন কোনো আগ্রহ নেই কোন প্রার্থী ও ভোটার সমর্থকদের মাঝে।

Related Articles

Back to top button