ধর্মসোনারগাঁয়ের খবর

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন

ফারুকুল, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :


ত্যাগ সংযম ও শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির শিক্ষা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।

বুধবার (২৭ জুন ) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়নগঞ্জ তথা সারা দেশেরবাসী সোনারগাঁ উপজেলা ও পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমাদের জন্য আল্লাহ কি ভাল এবং কি মন্দ তা বিবেচনা করার জন্য এই কুরবানির। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের বার্তা দিয়েছেন যে আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি।

আরও বলেন – পবিত্র ঈদুল আযহা হলো কুরবানির এক শিক্ষা। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই। হোক তা পশুর প্রাণ। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আযহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।

আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি।

হাজার প্রতিকূলতার মাঝেও সবার লাইফে ঈদুল আজহা বয়ে আনুক নির্মল আনন্দ- সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা …ঈদ মোবারক

Related Articles

Back to top button