নারায়ণগঞ্জ ল’ইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জ ল’ইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি’র উদ্যোগে কমিটির সকলে সমন্বয় করে কাজ করার উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জ শহরে একটি চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা ল’ইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি’র সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ রাশেদ ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ল’ইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি’র সভাপতি এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ল’ইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি’র সহ-সভাপতি এডভোকেট মো. একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, এডভোকেট আবু তাহের রানা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. জসিম উদ্দিন, এডভোকেট মো. ফিরোজ মিয়া, এডভোকেট মো. স্বপন ভূইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট রোমানা আক্তার, সাহিত্য সম্পাদক এডভোকেট ফাহিমা রহমান পায়েল সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ল’ইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি’র সভাপতি এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল) কে ফুলেল শুভেচ্ছা জানান, গরীবের উকিল খ্যাত এডভোকেট ফিরোজ।