শেখ হাসিনার অঙ্গীকার বাংলাদেশে কোন গৃহহীন থাকবে না- এমপি খোকা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হল রুমে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথির ববক্তব্যে নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা এ কথা বলেন।
বুধাবার ২৬ জানুয়ারি বিকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদ এলাহির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাবরিনা।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম সামসু, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার।
এছাড়াও আশ্রয়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ ইউপি সদস্যরা।