ইঞ্জিঃ চেয়ারম্যান মাসুম’র তত্ত্বাবধানে কোভিড-১৯ টিকা দান
নিজস্ব নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
৫ গ্রামের ১ হাজার ৫শ ব্যক্তিকে করোনা ভাইরাস-১৯ প্রতিরোধক টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সরাসরি তত্ত্বাবধানে এ টিকা প্রদান কার্যক্রম হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানাগেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের (প্রতাপের চর, ঝাউচর, ইসলামপুর, কাদিরগঞ্জ ও গঙ্গানগর গ্রামের প্রথম ডোজ গ্রহণে নির্দেশ পাওয়া পনেরশো ব্যক্তিকে এ টিকা দেয়া হয়।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান মাসুম বলেন, কোন চেয়ারম্যান কি করেন আমি জানিনা। আমি জানি আমার ইউনিয়নের প্রতিটি নাগরিকের ভালোমন্দ দেখবালের দায়িত্ব আমার। তাই টিকা প্রদানে যেন কোন গাফিলতি না হয়, আমার ইউনিয়নের কোন ব্যক্তি যেন টিকা নিতে এসে হয়রানির শিকার না হয় সে কারণে আমি নিজে দাড়িয়ে থেকে তত্ত্বাবধান করেছি।