সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিপুল মুঠো ফোনসহ ২ জন আটক

নিজস্ব নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১০৭টি অবৈধ ভারতীয় মোবাইল সেটসহ চোরাকারবারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বুধবার (২২ ডিসেম্বর) সকালে শিমরাইল এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃরা হলো- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে মোঃ হৃদয় (২৯) এবং বরিশালের উজিরপুরের কাজিরা এলাকার কাশেম আলী ফকিরের ছেলে মোঃ ইউনুস ফকির (৩৫)।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে ভারতীয় মোবাইল পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button