চুরির মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ‘গালকাটা জাকির’কে গ্রেফতার করেছে র্যাব ।
শুক্রবার (২২ অক্টোবর) রাতে নগরীর মন্ডলপাড়া মোড় হতে তাকে গ্রেফতার করা হয়। চুরির মামলায় ১ বছর কারাদণ্ড এড়াতে প্রায় ২৩ বছর আত্মগোপনে ছিল সে। কিন্তু শেষ পর্যন্ত র্যাবের জালে ধরা পরে নগরীর নয়াপাড়া এলাকার জসিম উদ্দিন ওরুফে জোসনার ছেলে জাকির।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক লে . কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জ সদর মডেল থানার ১ টি চুরির ১৯৯৮ সালে মামলায় গা-ঢাকা দেয়। পলাতক থাকা অবস্থায় মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। একপর্যায়ে সাজাপ্রাপ্ত জাকির ২০০৯ সালে দেশ ছেড়ে দুবাই পাড়ি জমায়। সে ২০২০ সালে দেশে ফিরে নিজ এলাকায় বসবাস করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২২ অক্টোবর রাতে নগরীর মন্ডলপাড়া মোড় হতে তাকে গ্রেফতার করা হয় ।