সোনারগাঁয়ে বাড়িঘর ও পূজামন্ডপে হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
ডেস্ক নিউজ, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও পূজামন্ডপে হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উদ্ভবগঞ্জ এলাকায় বাম গণতান্ত্রিক জোট সোনারগাঁ শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি জিয়া হায়দার ডিপটি, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, সোনারগাঁ থানা বাসদের সমন্বয়ক বেলায়েত হোসেন, কাঁচপুর শিল্পনগরী গার্মেন্ট শ্রমিক সহ-সভাপতি আনোয়র খাঁন, শংকর প্রকাশ, বাবুল মিয়া প্রমুখ ।
এসময় বক্তরা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য মৌলবাদীরা উঠেপড়ে লেছেছে। এখনই সময় এসেছে তাদের প্রতিহত করার। কুমিল্লা, হাজীগঞ্জ, বাঁশখালী, হাতিয়াসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও পূজামন্ডপে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।