নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি নির্বাচনের তফসিল এখনও ঘোষনা হয়নি। তারপরও গণসংযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনায় ব্যাস্ততম সময় কাটাচ্ছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রাসেল ভূঁইয়া।
নির্বাচনী মাঠে নেমেই ভোটারদের অভাবনীয় সাড়া পাচ্ছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়ার বড় পুত্র রাসেল ভূঁইয়া।
জানাযায়, পিরোজপুর ইউনিয়নের চাঁন্দের চর, দুধঘাটা ও কুরবানপুর গ্রাম নিয়ে ৩নং ওয়ার্ড। নির্বাচন কমিশন নির্বাচনের ঘোষণা দেবার পর থেকে মাঠে নেমে জনগনের সাড়া পেয়ে অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছেন তরুণ সমাজ সেবক রাসেল ভূঁইয়া।
পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এবার শক্তিশালী প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন রাসেল ভূঁইয়া। এর কারণ হিসেবে স্থানীয়রা জানান, রাসেল ভূঁইয়া করোনাকালীন সময় থেকে দল ও মতের ভেদাভেদ ভুলে এলাকায় জনসেবা চালিয়েছে ব্যাপক ভাবে। সব মিলিয়ে রাসেল ভূঁইয়ার জনপ্রিয়তা তুঙ্গে বলে দাবি করেছেন চাঁন্দের চর, দুধঘাটা ও কুরবানপুর গ্রামের অনেক তরুণ ভোটাররা।