সোনারগাঁয়ের ‘প্রতি ইঞ্চি মাটি কোরআনের ঘাটি’-নির্বাচনি উঠান বৈঠকে জামায়াত প্রার্থী ইকবাল ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, সোনারগাঁয়ের ‘প্রতি ইঞ্চি মাটি আল-কোরআনের ঘাটি’। নির্বাচনে ইসলামী আদর্শের পক্ষে দাঁড়াতে তিনি ভোটারদের আহ্বান জানান।
রোববার বিকেলে সনমান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফতেপুর পশ্চিমপাড়া গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, ইসলামের পক্ষের শক্তিকে কেউ ভয় দেখাতে চাইলে বা রাজনৈতিক অধিকার হরণে চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। আমরা বুঝে নিতে পারি কার জন্য কী ব্যবস্থা প্রয়োজন। তিনি আরও দাবি করেন, স্থানীয়ভাবে কেউ প্রভাব খাটিয়ে রাজনৈতিক কর্মকর্মসূচি বন্ধ করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
উঠান বৈঠকে তিনি ফতেপুর পশ্চিমপাড়া, জোয়ারদি, দরিকান্দি, ছোনকান্দা ও শাজালের কান্দি এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনমান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মোমেন। ব্যবস্থাপনায় ছিলেন ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. ওসমান।
এ ছাড়া বক্তব্য দেন, সোনারগাঁ উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফেরদৌস, ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাছির উদ্দিন, চেঙ্গাকান্দির জামায়াত নেতা মো. ইব্রাহীম, ৭ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি এডভোকেট সাইফুর রহমানসহ স্থানীয় নেতারা।
উঠান বৈঠকে বক্তারা কোরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরেন।




