সোনারগাঁয়ের খবর

দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে একত্রিত হতে হবে -ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া ব্যাপক গণসংযোগ করেছেন।

শনিবার বিকেলে তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া, রামগঞ্জ, হাড়িয়া চৌধুরীপাড়া, হাড়িয়া চক্রবর্তীপাড়া, হাড়িয়া বৈদ্যপাড়া এবং হাড়িয়া গোবিন্দীপুর এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

বৈদ্যেরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আমজাদ হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উঠান বৈঠক ও গণসংযোগে স্থানীয় ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইকবাল হোসাইন।

এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে একত্রিত হতে হবে। দেশের উন্নয়ন ও শান্তির জন্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজনে।

এর আগে সাতভাইয়াপাড়া গ্রামের উঠান বৈঠকে বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আসাদুজ্জামান মোল্লা, মোশারফ হোসেন মুশু ও মো. রনি মোল্লা।

গণসংযোগে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের আস্থা অর্জন করে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমরা ন্যায় ও আদর্শের পথে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

Related Articles

Leave a Reply

Back to top button