এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন সোনারগাঁয়ের অগ্রজ সাংবাদিক সাদা মনের মানুষ হিসেবে পরিচিত জহিরুল ইসলাম সিরাজ। শিক্ষা জীবনে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করেন।
তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। পোষ্টের সকলের স্বতঃফুর্ত সারা তাকে উৎসাহিত করেছে বলে তিনি জানান।
তিনি গণমাধ্যম কর্মীদের জানান, আমার বিশ্বাস দল মত নির্বিশেষে আমার প্রতি সবার সমর্থন প্রকাশ করবেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি কোন দলের এমপি হতে আসিনি আমি জনগণের এমপি হতে নির্বাচনের ঘোষনা দিয়েছি। সকল ভোটারদের সবিনয়ে বলব, ভোট দিবেন, সেবা নিবেন। ভোট বিক্রি করবেন তো সেবা বঞ্চিত হবেন।
আমি সোনারগাঁয়ের গণমানুষের কণ্ঠ হিসেবে সংসদে কণ্ঠ উঁচিয়ে কথা বলতে চাই। আমি আমার এলাকাকে মামলাবাজী, হামলা, চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যক্রম এবং সকল প্রকার নৈরাজ্য বন্ধ করে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে দল বা ধর্মের ভিত্তিতে কাউকেই বৈষম্যের মধ্যে ফেলতে চাই না।
আমার বিশ্বাস, শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ আওয়াজ তুলে আমার হাতকে শক্তিশালী করে সত্যিকার আদর্শবান দেশ গঠনে সাহায্য করবেন। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহসই আমার শক্তি।