সোনারগাঁয়ের খবর
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২ জন ছবির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে শুক্রবার সকাল ৮ টায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। মোটরসাইকেল আরোহী দুজনকে দেখে স্বামী-স্ত্রী মনে হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।
সোনারগাঁ কাঁচপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, তাদের সাথে থাকা মোবাইলের লক খোলা সম্ভব না হওয়ায় এবং পরিচয় বহনকারী কোন ডুকমেন্ট না থাকায় তাদের পরিচয় জানা যায়নি। তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহতর ছবির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।