সোনারগাঁ উপজেলায় ৮ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ২৮ নভেম্বর
ডেস্করিপোর্ট, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
চলমান ইউনিয়ন পরিষদ ( ইউপি ) নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।
ইউনিয়ন গুলো হলো সোনারগাঁয়ের জামপুর, পিরোজপুর, বারদী, শম্ভুপুরা, সানমান্দি, কাচঁপুর, সাদিপুর, নোয়াগাঁও।
হুমায়ুন কবীর খোন্দকার জানান, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর , যাচাই বাছাই ৪ নভেম্বর , প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোট ২৮ নভেম্বর।
এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী , রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান , সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের ১৬ ইউপির হবে আগামী ১১ নভেম্বর ।