নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।গতকাল সোমবার আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের প্রস্তুতি মামলা দিয়ে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, ইসমাইল (১৭) ইছাপাড়া গ্রামের সিরাজ উদ্দিন মোল্লার ছেলে, ইমন (১৮) একই এলাকার মোঃ রমজান প্রধানের ছেলে, মোঃ শাকিল মিয়া (১৮) মোঃ সাখাওয়াত মিয়ার ছেলে, অপু (১৯) মৃত নাছির মোল্লাা ছেলে, শাওন (১৮), ধনমিয়া গাজীর ছেলে ও মোঃ রুবেল (২০) চিলারবাগ গ্রামের আঃ বাতেন গাজীর ছেলে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া বন্দেরা গ্রামের আশপাশের বিভিন্ন ব্যক্তি ও গাড়ী থেকে ছিনতাই করে আসছিল একটি গ্রুপ। এ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সক্রিয় ৬ সদস্য আটক করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় মৌখিক ও লিখিত ভাবে অনেক অভিযোগ রয়েছে। তাদের আটকের পর মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।