পুলিশ

মামুনুল ইস্যুতে প্রত্যাহার হওয়া সেই ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সোনারগাঁয়ে একটি রিসোর্টে কথিত দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ছাড়িয়ে নেয়া ও তার অনুসারীদের ব্যাপক তাণ্ডবের সময় পুলিশ নির্লিপ্ত ছিল বলে অভিযোগ ওঠে সোনারগাঁ থানা পুলিশের বিরুদ্ধে।

এর পরদিনই সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয় নারায়ণগঞ্জ পুলিশ লাইনে।

সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয় যে,
সেই ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুলের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধা পাবেন।

সুত্র: জনকন্ঠ

Related Articles

Back to top button