জনপ্রতিনিধ

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামি নিয়ে বহিস্কৃত যুবদল নেতার বিক্ষোভ

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যার মামলার আসামীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ২৩ জানুয়ারি, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দখলবাজির অভিযোগে সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়াকে যুবদল থেকে বহিস্কার করা হয়। তবে, ৩১ জানুয়ারি, জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় তিনি এবং তার কিছু অনুসারী হত্যার মামলার আসামিদের নিয়ে বহিস্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

এ বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতালেব মেম্বার, যিনি হত্যা মামলার ২১৩ নং আসামী, এবং আরো কয়েকজন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা, যারা একই মামলায় আসামী। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান স্বপন বলেন, “হত্যা আর নাশতার মামলার আসামিদের নিয়ে কোনো ধরনের কার্যক্রম দল মেনে নেবে না। আশরাফ ভূইয়া যেহেতু এখন দল থেকে বহিস্কৃত, তার বিক্ষোভ বা মানববন্ধন একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।”

তবে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Related Articles

Leave a Reply

Back to top button