সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক ও এর ক্ষতিকারক দিক নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা রহমান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, যা মহামারি আকার ধারণ করেছে। দেশের আনাচে-কানাচে মাদকের প্রসার আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “মাদকবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। ছাত্র-ছাত্রীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ‘না’ বলার অভ্যাস গড়ে তুলতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং সুস্থ, সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদকের কুফল থেকে দূরে থাকার পরামর্শ দেন।

এছাড়াও শিক্ষার্থীদের পরিবার ও সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button