নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, বটতলা বাজার, শান্তির বাজার, দুধঘাটা ও পাঁচআনি এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতাল গেইট মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালামকে তার বাসায় দেখতে যান।
শনিবার (১১অক্টোবর ২০২৫) সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হলেও তিনি তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেননি। বৈরী আবহাওয়ার মধ্যেও অবিরাম গণসংযোগ চালিয়েছেন সকাল ০৯টা থেকে দুপুর ২:১৫ মি. পর্যন্ত।
এ সময় প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া পাঁয়ে হেঁটে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, আমরা পি আর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাই ভোটারের ও দোয়া চাই সকলের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, দলের কর্মীদের প্রতি ও জনগণের প্রতি আমার ভালোবাসা এবং তাদের সমর্থন আমাকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থামতে দেয়নি। পূর্বনির্ধারিত কর্মসূচি সফল করতে হবে আমি বিশ্বাস করি। বৃষ্টির মতো সামান্য বাধা আমাদেরকে এই দায়িত্ব থেকে দূরে সরাতে পারেন না।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, জনগণের সেবা করাই আমার প্রধান কর্তব্য। বৃষ্টির মতো সামান্য বাধা আমাদেরকে থামাতে পারে না। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রবল বৃষ্টি উপেক্ষা করেও জনগণের কাছে যাওয়া, তাদের সাথে সংযোগ স্থাপন করা এখন আমরা দ্বায়িত্ব মনে করছি। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বা জনগণের কল্যাণের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে জনগণের কাছে পৌছতে চাই। মানুষের দুঃখ কষ্টের সঙ্গী হতে পারলেই তো একজন নেতা সত্যিকারের নেতা হতে পারেন। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ দক্ষিণ এর বায়তুল মাল সেক্রেটারি এবং পিরোজপুর ইউনিয়ন পূর্ব সভাপতি নুরুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন পশ্চিম সভাপতি জহিরুল ইসলাম সরকার, উপজেলা কর্ম পরিষদ সদস্য খন্দকার শাহ আলম সেক্রেটারি আবু তালিব, সহ-সভাপতি শাহ আলম খন্দকার, সোনারগাঁ থানা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশিদ, শাহ জালাল, দুধঘাটা ইউনিট সেক্রেটারি রফিকুল ইসলাম, দুর্গা প্রসাদ ইউনিক সভাপতি আলী আকবর, পাঁচআনি ইউনিট সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।