সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্ব পাড়া মালোছ জামে মসজিদে এখন বৈধ ইমাম হিসেবে নিয়োগ পেলেন হাফেজ ও মাওলানা মনির হোসাইন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে হাফেজ ও মাওলানা মনির হোসাইনকে মসজিদের ইমামতির দায়িত্ব ৭ দিনের মধ্যে বুঝাইয়া দেওয়ার জন্য আইনি নির্দেশ দেয়া হয়েছে।
এই নির্দেশের ফলে নানাখী পূর্ব পাড়া (মালোছ) গ্রামের হাবিবুর রহমান এর ছেলে রকিব চাকরি থেকে উচ্ছেদ হয়ে যায়।
জানাযায়, মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের অত্র আদেশের কারণে ইমাম হিসাবে মাওলানা রফিকুল ইসলাম রকিব নির্বাহী এবং জুডিশিয়াল উভয় ভাবেই নানাখী পূর্ব পাড়া (মালোছ) জামে মসজিদের ইমামতির জন্য নিষিদ্ধ হয়ে গেল।