সোনারগাঁজুড়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন ও আনন্দ উদযাপন
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সোনারগাঁজুড়ে আনন্দ উদযাপনের আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্যরা।
আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী বিরু, সদস্য ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী। এছাড়াও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুর হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফ, সাবেক চেয়ারম্যান মাহবুব খাঁন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, কাঁচপুর শ্রমিক লীগের সভাপতি মান্নান মেম্বারসহ অন্যান্য নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে আ’লীগের একাংশ আনন্দ র্যালী নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সোনারগাঁ উপজেলা আ’লীগের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ও কাব্যিক ৭ ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু সহ উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
দিবসটি উপলক্ষে সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে রবিবার বিকেলে উদ্ধবগঞ্জ বাজার এলাকার জেলা অডিটোরিয়ামে আনন্দ উদযাপন করা হয়েছে। এসময় পুলিশ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধি দের নিয়ে কেক কাটেন।
এসময় সোনারগাঁ থানার ওসি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের কৃতি সন্তান ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।
দিবসটি উপলক্ষে সোনারগাঁ উপজেলা কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে ওসি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ কেক কেটে উদযাপন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনোয়ার হোসেন অতিক্তি পুলিশ সুপার পি পি এম (বার) গাজীপুর হাইওয়ে রিজিয়ন হাইওয়ে পুলিশ।
এছাড়া ৭ই মার্চ উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।