সোনারগাঁসোনারগাঁয়ের খবর

প্রতারণার অভিযোগে মামলা খেল মিঠাই সুইট এন্ড বেকারী

ডেস্ক রিপোর্টে, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম

বিএসটিআই এর অনুমোদন ছাড়া খাদ্য সামগ্রী উৎপাদন করে জনগণের সাথে প্রতারণা করার অভিযোগে মামলা খেল মিঠাই সুইট এন্ড বেকারী।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিঠাই সুইট এন্ড বেকারীতে অভিযান চালিয়েছে বিএসটিআই এ মামলা দেন।

বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার মসজিদ মার্কেটে অবস্থিত মিঠাই সুইটস এন্ড বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআইয়ের সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মেট্রোলজি সফিকুল আলম,পরিদর্শক আবুল হাসনাত প্রমূখ।

এসময় মিঠাই সুইট এন্ড বেকারীতে তৈরী নিমকি, সনপাপড়ী, দই সহ খাদ্য সমাগ্রীতে প্রস্তুতের সঠিক তারিখ ও সরকারী অনুমতি না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১) ও ৪১ ধারায় বিএসটিআই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Related Articles

Check Also
Close
Back to top button