সাবেক এমপি কায়সারের আজ শুভ জন্মদিন; সাংবাদিক মহলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
আজ ২৫ অক্টোবর। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক এমপি ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আস্থাভাজন আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ৫১ তম শুভ জন্মদিন আজ।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রাণ খ্যাত এই নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন “আমাদের নতুন সময়” , সোনারগাঁ টাইমস ও সোনারগাঁ সাংবাদিক কল্যাণ সমিতি পরিবারে পক্ষ থেকে সাংবাদিক হাজী মোহাম্মদ শাহ জালাল।
সাংবাদিক হাজী মোহাম্মদ শাহ জালাল বলেন, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সোনারগাঁ উপজেলায় রাজনীতিতে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সৎ রাজনীতিবিদ। ওনাকে সোনারগাঁ উপজেলা আ’লীগের একমাত্র অভিভাবক মনে করেন সোনারগাঁবাসী। আজ ২৫ অক্টোবর তার ৫১ তম জন্মদিনে জানাই আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা। মহান রবের শাহী দরবারে বিনতি প্রার্থনা আল্লাহপাক যেন জনতার এই নেতাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু ও নামাজি করেন এবং আগামী দিনে নেতৃত্বের আসনে বসে সোনারগাঁবাসীর সেবা করার সুযোগ পান।
কবির ভাষায়,-
আধার ভেঙ্গে সূর্য হাসে
বিশ্বভুবন আলোয় ভাসে ।
পাক-পাখালি ধরলো গান
নদীর বুকে ওই কলতান ।
তর তরিয়ে চললো তরী
মহাসাগর দেবো পাড়ি ।
তরু শাখায় লাগলো দোল
চল বন্ধু চল বীরের মতো চল ।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে “তোমার জন্মদিন”।