বিনোদন

সম্পর্কে যাওয়ার আগে ৩ বিষয় ভাবা উচিত

অনেকে প্রেম ও মোহর মধ্যে ফারাক বুঝতে পারেন না। যখন প্রেমে পড়ছেন, সেটাকেই ভালোবাসা বলে মেনে নিচ্ছেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই প্রেমের মোহ কেটে যাচ্ছে। তখনই ‘আউট অফ লাভ’ ফিল করছেন।

সামনের মানুষটার তখন কোনও কিছুই যেন ভালো নয়। অথচ, যখন প্রেমে পড়ছিলেন ওই একই ব্যক্তির সব কিছু আপনার প্রিয় ছিল। মোহের বশে সম্পর্কে না জড়ানোই ভালো। তাই আগে থেকে জেনে রাখুন এটা প্রেম না মোহ। সে আপনার ভালোবাসা নাকি শুধুই ক্রাশ।

ভুল এড়িয়ে যান

আপনি যদি কারও উপর ক্রাশ খান, তার কোনও ভুলই চোখে দেখতে পাবেন না। এমনকি সে যদি কোনও বিষয়ে ভুল করেও, সেটা আপনার চোখে ঠিকই মনে হবে। বারবার তাঁকে ‘সেফ গার্ড’ করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি সত্যি কোনও মানুষকে ভালোবাসেন, তাঁর ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলবেন। তিনি যদি কোনও ভুল করেন, তা হলে তাঁকে বোঝাবেন, তাঁর ভুল শুধরে দেওয়ার জন্য সাহায্য করবেন।

হিংসা হয়

আপনার পার্টনার অন্য কারও সঙ্গে কথা বললে আপনার হিংসা হয়? পার্টনার আপনার বদলে অন্য কারও সঙ্গে সময় কাটাচ্ছে বলে আপনার খারাপ লাগে? সম্পর্কের শুরুর দিকে এই ধরনের ঘটনা ঘটে থাকে। যদিও এটা কিন্তু সম্পর্কে ‘রেড ফ্ল্যাগ’। যখনই পার্টনার অন্য কারও সঙ্গে মিশছে বলে আপনার খারাপ লাগছে, বুঝবেন এটা ভালোবাসা নয়। কোনও মানুষকে ভালোবাসলে, তাঁকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। তা ছাড়া আপনি জানেন যে, মানুষের সঙ্গে মেলামেশায় আপনাদের সম্পর্কে কোনও খারাপ প্রভাব পড়বে না।

নিজেকে গুরুত্ব দেন না

প্রেমে পড়েছেন, ব্লাশ করছেন। সারাক্ষণ তার কথাই ভেবে চলেছেন। এখান অবধি একদম ঠিক আছে। কিন্তু পার্টনারের জন্য একেবারে নিজেকে ভুলে যাওয়া উচিত নয়। পার্টনারের জন্য নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব না দেওয়া ঠিক নয়। সব সময় পার্টনারের কথা ভেবে নিজেকে পরিবর্তন করছেন, এটা উচিত নয়। প্রথমে নিজেকে ভালোবাসা উচিত। তবেই আপনি কারও যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারবেন। নিজেকে যেমন ভালোবাসবেন, তেমনই সঙ্গীরও কেয়ার করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Back to top button