শহর

যাকাত বোর্ডের কমিটিতে সদস্য নির্বাচিত না.গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হাতেম

নিজস্ব সংবাদদাতা :


১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মনোনীত ব্যাবসায়ী ক্যাটাগরীতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাতেম। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যাকাত বোর্ডর পূর্বের কমিটি বাতিল করে পূর্নগঠিত হয়েছে এই কমিটি।

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ে থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে এ কমিটির চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয় মাননীয় ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান হিসেবে এ মন্ত্রনালয়ের সিনিয়র সচিবকে নির্বাচন করা হয়েছে। সদস্য সচিব পদে আছেন ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক।

কমিটিতে এ ছাড়াও সদস্য পদে আছেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (ড্রাফটিং), অর্থ বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব (ব্যয় ব্যবস্থাপনা-৩), ঢাকার আকবর কমপ্লেক্স মাদরাসার অধ্যক্ষ শায়েখ মুফতি দেলোয়ার হোসাইন, চট্টগ্রাম হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সহকারী পরিচালক শায়েখ মুফতি জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মো: নিজাম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা শহীদুল হক, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী জসিম উদ্দীন আজহারী, চট্টগ্রাম পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান।

Related Articles

Back to top button