ফ্রান্সের তুলুজ শহরে নির্মিত হলো স্থায়ী শহীদ মিনার
মো: নূর এ আলম , ফ্রান্স প্রতিনিধি , সোনারগা টাইমস ২৪ ডটকম: বহু প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে , ফ্রান্সের তুলুজ শহরে আগামী ২১ শে ফেব্রুয়ারি ২০২১ আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে উদ্ধোধন হতে যাচ্ছে ঐতিহাসিক স্থায়ী শহীদ মিনার।প্যারিসের পর ফ্রান্সের যে শহরে ২ য় সর্বোচ্চ বাংলাদেশীদের অবস্খান তা হল তুলুজ ।
শহীদ মিনারের উদ্ভোধন করবেন তুলুজের মাননীয় মেয়র মহোদয়।এছাড়া ও স্থানীয় বাংলাদেশীরা যথারীতি ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার প্রস্তুতি নিয়েছেন ।
তুলুজ শহরের বুকে বাংলাদেশীদের অমর একুশের স্থায়ী শহীদ মিনার নির্মাণ এটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে।
তুলুজ শহরের মাননীয় মেয়র , সিটি কাউন্সিল , ফখরুল আকম সেলিম ভাই সহ, যারা শহীদ মিনার স্থাপনের জন্য কাজ করেছেন সংশ্লিষ্ঠ সকলকে সর্বোপুরি তুলুজ বাসিকে
সর্বস্তরের বাংলাদেশীদের পক্ষ থেকে অভিনন্দন।