সোনারগাঁ থানার পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ডে মামুনুল হক
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা পৃথক ৫ টি মামলায় মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (১২ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এ রিমান্ড মঞ্জুর করে হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান বলেন, ধর্ষণ ও সহিংসতার পাঁচটি মামলায় হেফাজত নেতা মামুনুল হককে তিনদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে গত ৯ মে রিমান্ড শুনানির দিন ধার্য করা হলেও আদালত ১২ মে আসামীর উপস্থিতিতে রিমান্ড শুনানীর আদেশ দেন। সেই ধারাবাহিকতায় আজ মামুনুল হককে আদালতে ভার্চুয়াল ভাবে উপস্থিত করে এই রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।