জাতীয়পুলিশ

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার শিবলী কায়েছ

রুহুল আমিন

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা (ডিবি) পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) শিবলী কায়েছ মীর।

শনিবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে শিবলী কায়েছ মীরকে সম্মাননা স্মারক প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আমির খসরু এবং চাইলাউ মারমা।

শিবলী কায়েছ মীর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমার ঊর্ধ্বতন সকল কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতার কারণে আমি সফলভাবে কাজ করতে সক্ষম হতে পেরেছি। আপনারা সবাই দোয়া করবেন আগামী দিনে যেন আরও ভালো কাজ করতে পারি। ভালোভাবে সম্মানের সাথে আমি সব সময় কাজ করে যেতে চাই। আজকের এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Back to top button