রাজনীতি

ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি -আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে।

মান্নান দাবি করেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় ঠেকানো কারও পক্ষে সম্ভব হবে না। এ সময় তিনি নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুম রানা। এছাড়া উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button