দাদা-দাদীর স্বরণ সভা উপলক্ষে হাজী শাকিল রানার উদ্যোগে দোয়া মাহফিল
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক হাজী শাকিল রানার দাদা মরহুম হাজী নূরুল ইসলাম (১০০) ও দাদী মরহুমা আনোয়ারা বেগম (৯০) স্বরণে কাঙ্গালিভোজ, দোয়া ও মাফিল করেছেন।
রোববার হাজী শাকিল রানার উদ্যোগে নতুন টিপুরদীর বাড়িতে দুপুরবেলা কাঙ্গালিভোজ ও স্থানীয় আলেমদের মাধ্যমে দোয়া পড়ান। পরে সন্ধা থেকে গভিররাত পর্যন্ত ওয়াজ মাফিলের আয়োজন করেন।
উক্ত ওয়াজ মাফিলে কুরআন ও হাদিস থেকে ওয়াজ নসিহত করেন মাওলানা রুহুল আমিন কাশেমী ও মাওলানা আব্দুল হাই শফিকিসহ অন্যান্য আলেমরা।
ওয়াজ মাফিল শেষে মরহুম হাজী নূরুল ইসলাম (১০০) ও মরহুমা আনোয়ারা বেগম (৯০) আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
উল্লেখ্য যে হাজী নূরুল ইসলাম (১০০) বয়সে ২২ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে বৃদ্ধিজনিত কারণে মৃত্যুবরণ করেন। এর কুড়ি দিন পর ১৩ অক্টোবর ২০২১ ইং তারিখ এ তার সহধর্মিণী আনোয়ারা বেগম(৯০) বৃদ্ধিজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে ৬ ছেলে ও নাতি-পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।