উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ব্যতিক্রমী প্রচারণায়- এ এইচ এম মাসুদ দুলাল
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এ এইচ এম মাসুদ দুলালের ব্যতিক্রমী প্রচারণা নজর কেড়েছে গণমানুষের।
ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে তিনি নির্বাচনকে কেন্দ্র করে, বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবার রাষ্ট্রক্ষমতায় থেকে সারা দেশে যেভাবে উন্নয়নের মোড়কে সাজিয়েছেন সেই উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ব্যতিক্রমী এই পোস্টার দিয়ে প্রচারণা চালিয়েছেন সোনারগাঁজুড়ে।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য, ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় মারাত্মক ভাবে আহত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোনারগাঁ আওয়ামী লীগের অত্যন্ত পরিছন্ন নেতা এ এইচ এম মাসুদ দুলাল তার ছবিসহ নির্বাচনী এলাকা- সোনারগাঁ উপজেলার পাড়া-মহল্লায় অলিগলিতে লাগিয়ে রেখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে উন্নয়ন হয়েছে তার ফিরিস্তি সম্বলিত পোস্টার।