বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ ৩ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভুইয়া বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহরই আইন চলবে। আমরা চাই অথবা না চাই, আল্লাহ তায়ালার ওয়াদা হলো এই জমিনে তিনি তার বিধানকে জয়ী করবেন। এজন্য মানুষকে দায়িত্ব দিয়ে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ তথকথিত নেতাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারাও আগামি দিনে ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়।
৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সোনারাগাঁয়ের আনন্দবাজারে মেঘনা নদীতে সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ঈদ পূর্নমিলনী ও নৌভ্রমনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা ইসলামের বিরোধীতা করেন, সংসদে কোরানের আইন হোক এটার বিরোধীতা করে তারা পরাজিত হবে। ওয়ার্ড, ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সবক্ষেত্রে নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটাই ফাইনাল। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে নেতাকর্মীদের নিষ্ঠার সহিত কাজ করতে আহ্বান জানান তিনি।
এডভোকেট ফারাহ জোবায়েরের সঞ্চালনায় ও সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড.আজগর আলী, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আবু সাঈদ, জামায়াতে ইসলামীর সোনারগাঁ উত্তরের সভাপতি ইসহাক মিয়া সেক্রেটারী মাওলানা ইব্রাহীম হাসানসহ দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।