হঠাও হাসিনা, বাঁচাও দেশ, গর্জে উঠো বাংলাদেশ- মান্নান
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের দূর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি।শনিবার (৮ এপ্রিল) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার পূর্বপাশে সোনালী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নিবার্হীর কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান। এসময় সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহানের সভাপতিত্বে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্তরের হাজারও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচীতে প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে বলেন, মানুষের জীবন জীবিকা আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে। দ্রব্য মূল্য বাড়ার কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব। সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই হঠাও হাসিনা, বাঁচাও দেশ, গর্জে উঠো বাংলাদেশ।
এছাড়াও অন্য বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের ১০ দফার দাবির অন্যতম দাবি দেশ নেত্রী খালেদার মুক্তি ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।
এদিকে কর্মসূচি শুরু হওয়ার পূর্বেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।